Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমছে তাপমাত্রা, বাতাসে শীতের আগমনী


৩ নভেম্বর ২০২০ ১৩:৩৯

ঢাকা: দেশের কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, যাকে শীতের আগমনী হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে এমন তথ্যই দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা কমে আসতে পারে।

অধিদফতর বলছে, আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়ান এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের আর্দ্রতা ৮০ শতাংশ এবং বিকালে তা কমে দাঁড়াবে ৬৪ শতাংশে।

দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি মেঘলা আকাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর