পাহাড়ী জনপদে শীতের আগমনী বার্তা
৮ নভেম্বর ২০২০ ১৬:৩১
চট্টগ্রাম ব্যুরো: সূর্যের কিরণে ধানের পাতায় মুক্তার মতো আলো ছড়িয়ে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরবেলা পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। সেই সঙ্গে মৃদু ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ভোরের আলো ফুটতেই স্নিগ্ধ শিশিরে ভেজা পাকা ধানের পাতাগুলো নুয়ে পড়ছে। আবার অনেকে শীতের পোশাক পড়ে নিজ কর্মস্থলে রওনা দিয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে মোবাইল ফোনে ছবিগুলো তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট চলন্ত চাকমা।