Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ২ ভাই দগ্ধ


৮ নভেম্বর ২০২০ ১৬:২৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১টার দিকে মেরাদিয়া মধ্যপাড়ায় এইঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই মো. হাসিব (১৯)।

দগ্ধদের মা লাকি আক্তার জানান, তাদের বাসা মেরাদিয়া কমিশনার গলিতে। তার দুই ছেলে রাজিব ও হাসিব রড মিস্ত্রীর কাজ করে। রোববার (৮ নভেম্বর) দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিল তারা। কাজ করার সময় একটি রড ভবনের পাশের হাইভোল্টেজ তারের সঙ্গে লাগে। এতে তারা দুইজনই দগ্ধ হন। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নির্মাণাধীন ভবন বিদ্যুৎস্পৃষ্ট ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর