এএসপি আনিসুলকে পিটিয়ে হত্যা: ১০ আসামি ৭ দিনের রিমান্ডে
১০ নভেম্বর ২০২০ ১৫:৩৭
ঢাকা: মানসিক হাসপাতালে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১০ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে শহিদুল ইসলাম এ আদেশ দেন।
আরও পড়ুন- হাসপাতালে ভর্তির পর এএসপিকে পিটিয়ে হত্যা
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে বিচারক এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মাইন্ড এইড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।
পুলিশ কর্মকর্তা আনিসুল করিম মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে তাকে ভর্তির পর হাসপাতালের কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যায়। কিছু সময় পরই হাসপাতালটির কর্মচারীদের মারধরে নিথর হয়ে পড়েন আনিসুল। তাকে সে অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এএসপি আনিসুলের বাবা বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আনিসুল করিম ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন। সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি এক সন্তানের জনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১০ আসামি এএসপি আনিসুল করিম জিজ্ঞাসাবাদ রিমান্ড আবেদন রিমান্ড মঞ্জুর হাসপাতালে পিটিয়ে হত্যা