‘জঙ্গি আস্তানা’ সন্দেহে শাহজাদপুরে এক বাড়ি ঘিরে রেখেছে র্যাব
২০ নভেম্বর ২০২০ ০৯:৫৭
সিরাজগঞ্জ: ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র্যাব।
র্যাব-১২-এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বাড়ি থেকে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। এ কারণে জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। ঘটনাস্থলে র্যাবের আরও সদস্য আসছে।