তুহিন মালিক, মাহমুদুর রহমানসহ ৩০ জনের ব্যাংক হিসাব তলব
২৬ নভেম্বর ২০২০ ১৭:০১
ঢাকা: সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে অ্যাডভোকেট ড. তুহিন মালিক, সাংবাদিক মাহমুদুর রহমান, কনক সারওয়ার, ইলিয়াস হোসেনসহ অন্তত ৩০ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)। গত ২২ নভেম্বর তাদের ব্যাংক হিসাব তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ। সেইসঙ্গে ৩০ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় প্রযোজনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের ব্যাংক হিসাব তলব করি। এটি একটি রুটিন ওয়ার্ক।’
আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, ‘অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়, তাদের ব্যাংক হিসাব আমরা তলব করি। এরই অংশ হিসাবে তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।’
তিনি বলেন, ‘যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত বলার সময় এখনও আসেনি। আমরা অনেকের ব্যাংক হিসাব খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’
সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ২২ নভেম্বর বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে একাধিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পরবর্তী সাতদিনের মধ্যে ৩০ জনের ব্যাংক হিসাবের তথ্য বিএফআইইউকে জানাতে বলা হয়েছে।
চিঠিতে যে ৩০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- ড. তুহিন মালিক, সাংবাদিক সাংবাদিক মাহমুদুর রহমান, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, মেজর (অব.) দেলোয়ার, শেখ মহিউদ্দিন আহমেদ, অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, গবিন্দ্র চন্দ্র প্রামাণিক, একেএম ওয়াহিদুজ্জামান, শিপন কুমার বসু, অ্যাডভোকেট মীর জাহান, সানিউর রহমান, রবীন্দ্র ঘোষ, ব্লগার আসিফ মহিউদ্দিন, ‘গোল্ডেন’ মনির।
বিএফইউর চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের নামে থাকা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবধরনের হিসাব তলব করা হয়েছে। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সর্বশেষ লেনদেন, কেওয়াইসি ফরম এবং ট্রান্সজেকশনের প্রোফাইল চাওয়া হয়েছে।
৩০ জন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) ব্যাংক হিসাব তলব