Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি আরেকটু কমান: ডিজি স্বাস্থ্য


২৯ নভেম্বর ২০২০ ২৩:২১

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার ফি কমানোর অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, ‘বিদেশগামী যাত্রীদের জন্য নমুনা পরীক্ষার ফি আরেকটু কমান।’

রোববার (২৯ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং ভ্যাকসিন’ বিষয়ক আলোচনা সভায় এ অনুরোধ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এ সভার আয়োজন করে।

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘করোনা টেস্ট করার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা চালিয়ে দিতে হবে। সম্ভব হলে টেস্টের মূল্য আরও কিছু কমিয়ে দিন। আমি আপনাদের অনুরোধ করবো, বিশেষ করে বিদেশগামী যাত্রী যারা আছেন, যারা দেশের জন্য টাকা রোজগার করে আনছেন, যাদের রেমিট্যান্সের পয়সায় আমরা চলছি, তাদের যদি সুযোগ দেন আপনারা তাহলে আরেকটু ভালো হয়। বিষয়টি সদয়ভাবে বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি।’

করোনাকালে চিকিৎসক,নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা মারা গিয়েছেন তাদের স্মরণ করে তিনি বলেন, ‘করোনায় সরকারের পদক্ষেপ যথাযথ ছিল। সে কারণে মৃত্যুহার অন্য দেশের তুলনায় কম। তবে কোনো মৃত্যুই কাম্য হতে পারে না। মনে রাখতে হবে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচবো। আমি আশা করি বেসরকারি হাসপাতাল তাদের সহযোগিতার হাত অব্যাহত থাকবে।’

ভ্যাকসিন বিষয়ে একটি বড় পরিকল্পনা হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, ‘পৃথিবীতে যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে নিশ্চয়ই বাকিরাও পাবে। তবে সেটা হয়তো একসঙ্গে হবে না, ধাপে ধাপে পাবে। সে সময়টুকু সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ একসঙ্গে সবাইকে ভ্যাকসিন দেওয়ার মতো সক্ষমতা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কোথাও নাই। কাজেই যাদের আগে দেওয়া দরকার তাদেরকেই আগে দেওয়া হবে।’

‘ওভার কনফিডেন্সে’র কারণে করোনা বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএমসিএ সভাপতি এমএ মুবিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন, খুলনা গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান, নর্থ-ইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান আফজাল হোসেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এমএ মুকিতসহ অন্যরা।

কোভিড-১৯ নমুনা পরীক্ষা ফি কমানো বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য অধিদফতর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর