স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শাহরিন আহমেদকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এরপর ৪টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে শাহরিনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওয়ানা দেয়। অ্যাম্বুলেন্সে শাহরিনের সঙ্গে তার দুই স্বজন, ঢামেকের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছে।
সোমবার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ নেপালের কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে পৌছানোর সঙ্গে সঙ্গেই তাকে আইসিইউতে নেওয়া হবে।’
আহত আরও বেশ কয়েকজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের সবার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন নেপালে নিযুক্ত রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। এদের মধ্যে দু’য়েকজনের অবস্থা কিছুটা গুরুতর। তাই তাদের দেশে ফিরতে একটু দেরি হবে। এছাড়া বাকি সবাই আগামী দুই একদিনের মধ্যেই দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত।
সারাবাংলা/জেএ/একে
বৃহস্পতিবার সারাদেশে শোক, শুক্রবার প্রার্থনা
কটেশ্বরের দমকা পাহাড়ি হাওয়া কেড়ে নিলো ৫১ প্রাণ!
নেপালের বিমানবন্দরে ৭০টির বেশি দুর্ঘটনা
পরিবারগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি : প্রধানমন্ত্রী
কাঠমান্ডুর প্লেন দুর্ঘটনায় জাতিসংঘের শোক
নেপালে গেল বাংলাদেশের মেডিকেল টিম
৭ জনকে ছাড়পত্র, দেশে ফিরছেন ৪ জন