শেরপুরের নকলা মুক্ত দিবস আজ
৯ ডিসেম্বর ২০২০ ১২:৩৮
শেরপুর: আজ ৯ ডিসেম্বর। শেরপুরের নকলা উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ভারতীয় মিত্রবাহিনীর সদস্য মেজর বানাজিৎ সিং ত্যাগী ও ব্রিগেডিয়ার সনাতন সিংয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধারা মরণপণ যুদ্ধ করে পাকিস্তানিবাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে নকলা উপজেলাকে মুক্ত করেন।
৭১ সালের ওই সময় মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ্সহ তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা নকলাকে হানাদারমুক্ত করতে সম্মুখ যুদ্ধে অংশ নেন।
মুক্তিযোদ্ধাদের হামলায় পাকিস্তান বাহিনী পিছু হটলেও ১৩০ জন রাজাকার ও আলবদরকে মুক্তিযোদ্ধারা বন্দি করেন এবং অবশিষ্ট রাজাকার ও আলবদর পালিয়ে যায়। পরদিন আব্দুল হক চৌধুরীর কাছে ১১৭ জন রাজাকার ও আলবদর ১১০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করে। আর এভাবেই মুক্ত হয় শেরপুরের নকলা উপজেলা।