Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


১০ ডিসেম্বর ২০২০ ১৭:২১

খাগড়াছড়ি: স্ত্রী হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। ঘটনার চার বছরের মাথায় আদালত এই রায় ঘোষণা করেন।

আসামি জামাল উদ্দিন (৪০) জেলার মাটিরাঙা উপজেলার কাজীপাড়া এলাকার মুন্সি সেরাজুল হকের ছেলে। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়ের তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে আপিল দায়ের করতে পারবে বলে জানান আদালত।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৮ সালে আসামি মো. জামাল উদ্দিন সঙ্গে একই উপজেলার সিসকপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিমের মেয়ে রিনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ফাহিমা আক্তার (৫) নামে একটি কন্যা ও ইকবাল হোসেন (১০) নামে একটি ছেলে রয়েছে। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ডিসেম্বর পারিবারিক বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে নিজ ঘরে স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।

ঘটনার পরের দিন নিহতের বাবা আবদুর রহিম বাদী হয়ে মাটিরাঙা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামি নিজেও ১০ জানুয়ারি ২০১৭ তারিখে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে গত ২৬ মার্চ, ২০১৭ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান খান। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয় রাষ্ট্রপক্ষ। আসামি দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে আদালত আজ রায় ঘোষণা করেন, বলে জানান এই আইনজীবী।

বিজ্ঞাপন

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহীন হোসেন বলেন, আসামি ন্যায়বিচার পায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

খাগড়াছড়ি দায়রা জজ আদালত মৃত্যুদণ্ডের আদেশ স্ত্রী হত্যা

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর