||স্টাফ করেসপন্ডেন্ট||
ঢাকা: বাংলাদেশে জীববিজ্ঞান শিক্ষার সবচেয়ে বড় আসর জীববিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। আজ ১৬ই মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে শুরু হয় জাতীয় জীববিজ্ঞান উৎসব।
গত বছরের উৎসব জাঁকজমকভাবে হলেও এবারের আসরে পরীক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া তেমন কোনো আয়োজন দেখা যায়নি।
জীববিজ্ঞান অলিম্পিয়াডে এ বছর সারা দেশের ১৭শ শিক্ষা-প্রতিষ্ঠান থেকে আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের জীববিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি করতে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে এই বিজ্ঞান উৎসবের।
২৬ ফেব্রুয়ারি থেকে ৯মার্চ পর্যন্ত প্রাণের টানে পারস্যে স্লোগান সামনে রেখে সারা দেশজুড়ে দশটি অঞ্চলে বসেছিল আঞ্চলিক জীববিজ্ঞান উৎসবের আসর।
আঞ্চলিক উৎসবে বিজয়ীদের নিয়েই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জাতীয় জীববিজ্ঞান উৎসব শুরু হয়। দুই ধাপে নির্বাচিত শিক্ষার্থীকে নিয়ে জীববিজ্ঞান বিষয়ক ব্যাবহারিক প্রশিক্ষণ ও চূড়ান্ত বাছাইয়ের জন্য সাভারে অবস্থিত জাতীয় জীবপ্রযুক্তি ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে চতুর্থ বায়োক্যাম্প।
ক্যাম্পের মূল্যায়ন পরীক্ষা এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে নির্বাচন করা হবে চারজন শিক্ষার্থীকে। যারা ইরানের তেহরানে ১৫-২২জুলাই তারিখ অনুষ্ঠিতব্য ২৯তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮ তে বাংলাদেশ দলের হয়ে অংশ নেবে। এবছর এই প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশ অংশ নেয়ার কথা রয়েছে।
সারাবাংলা/এসও/এমএ