সীমান্ত হত্যার প্রতিবাদে সোমবার বিএনপির কালো পতাকা উত্তোলন
২০ ডিসেম্বর ২০২০ ১৩:৫৫
ঢাকা: ‘সীমান্ত হত্যার প্রতিবাদে’ সোমবার (২১ ডিসেম্বর) দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। একইসঙ্গে দলটির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করবে।
রোববার (২০ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানান তিনি।
রিজভী বলেন, ‘বর্তমান সরকারের আমলে নানা ঘটনা-দুর্ঘটনায় প্রতিদিন অনেকের মৃত্যু হয়। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কাউকে কাউকে ধরে নিয়ে গিয়েও ঠান্ডা মাথায় হত্যা করে। এই কারণে এই গণবিরোধী সরকারের কাছে মানুষের মৃত্যু কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু আত্মমর্যাদাহীন এই সরকারকে কে বোঝাবে, সীমান্তে হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কোনো মৃত্যুর তুলনা চলে না।’
‘ভিনদেশের কেউ সীমান্তে আমাদের দেশের নাগরিককে হত্যা করার সাহস কিংবা ঔদ্ধত্য দেখালে সেটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। সেই হত্যাকাণ্ড শুধু লাশের সংখ্যা দিয়ে বিবেচ্য নয়। বরং ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দেশের মান মর্যাদা, সম্মান ও সম্ভ্রমবোধ জড়িত’— বলেন রুহুল কবির রিজভী।