Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনিক্স ইনস্যুরেন্সের পরিচালক বদরুদ্দোজা মান্নান আর নেই


২৫ ডিসেম্বর ২০২০ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক বদরুদ্দোজা মান্নান আর নেই। তিনি প্রয়াত মেজর জেনারেল আব্দুল মান্নান সিদ্দিকীর স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বদরুদ্দোজা মান্নান। সেখানেই বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃত্যুর সময় বদরুদ্দোজা মান্নানের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই কন্যা, নাতি-নাতনীসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ড. মালিহা মান্নান আহমেদ বিশিষ্ট গবেষক ও উদ্যোক্তা। তিনি জেমকন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অর্গানিকেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি ফিনিক্স ইনস্যুরেন্সের পরিচালক বদরুদ্দোজা মান্নান