Monday 30 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত


২৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২৩:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গী: গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সাহেব বাজার এলাকায় পিকআপ চাপায় ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় ড্রামট্রাক উল্টে সেলিম হোসেন নামে এক অটোরিকশা গ্যারেজ মালিক নিহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা-ছেলে রাস্তা অতিক্রম করে সাবান কিনতে দোকানে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মা নিলিমা আক্তার ও সাত বছরের ছেলে লিখন মারা যায়।

বিজ্ঞাপন

এছাড়া দুপুরে অটোরিকশা গ্যারেজ মালিক সেলিম শিরিরচালা এলাকায় মহাসড়কের পাশদিয়ে হেঁটে হাচ্ছিলেন। এমন এসময় একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর