Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত


২৯ ডিসেম্বর ২০২০ ১১:৫৭

ঢাকা: রাজধানীর গুলশানে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগী ব্যবসায়ী মারা গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া চারটার দিকে কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন জানান, মজনু ও তার সহযোগী একটি ভ্যানে করে যাচ্ছিলেন। এ সময় অনন্ত ফিলিং স্টেশনের বিপরীত পাশের রাস্তায় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মজনু। তার সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

মজনুর শ্যালক নয়ন মিয়া জানান, মজনুর বাড়ি শেরপুর সদর উপজেলায়। তার বাবার নাম সালু মিয়া। পরিবার নিয়ে গ্রামেই থাকতেন তিনি। এলাকাতেই মুরগি ব্যবসা করতেন। গতকাল রাতে মজনু ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন। মজনু সহ আরো একজন গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগী নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি মারা যান।

গুলশান সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর