কোভিড-১৯: ইসরায়েলে কারাগার বন্ধ ঘোষণা
২৯ ডিসেম্বর ২০২০ ১৮:৪৫
কয়েকজন কারারক্ষী এবং বন্দির মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে রমন কারাগার বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলের কর্তৃপক্ষ। খবর আল-জাজিরা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে কোনো মন্তব্য না পাওয়া গেলেও, বেসরকারি উন্নয়ন সংস্থা ফিলিস্তিন প্রিজনার সোসাইটি (পিপিএস) খবরটি নিশ্চিত করেছে।
পিপিএস জানায়, কারাবন্দিদের মধ্যে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পাশাপাশি, ওই কারাগারের সাতটি সেলে বন্দি থাকা ৩৬০ ফিলিস্তিনি বন্দির করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পিপিএস।
এদিকে, ইসরায়েলি কারারক্ষীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই বন্দিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা।
এর আগের সপ্তাহে ইসরায়েলে করোনা টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রথমধাপে টিকা নেওয়ার জন্য কারাবন্দি ফিলিস্তিনিদের তালিকায় রাখা হয়নি।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষের এমন বর্ণবাদী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পিপিএস বলছে – কারাগারে ফিলিস্তিনি বন্দিদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার সম্পূর্ণ দায়ভার ইসরায়েলি কর্তৃপক্ষের। তাদের উদাসীনতার কারণেই পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।
ওদিকে, ১৭০ বন্দি করোনায় আক্রান্ত হওয়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জিলবোয়া কারাগার এর আগে বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত, ইসরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় চার হাজার ৪০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৪১ নারী, ১৭০ শিশুসহ ৩৮০ জন বিনাবিচারে কারাবন্দি রয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা।