Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবনধুর আত্মজীবনীই বর্তমান শিশুদের আদর্শ হওয়া উচিত’


১৭ মার্চ ২০১৮ ১৬:০৬

কোপেনহেগেন, ডেনমার্ক থেকে

জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ ডেনমার্ক এর রাজধানী কোপেনহেগেনে এক আলোচনা সভার আয়োজনা করে।

সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।

আলোচকরা বলেন, জাতির জনকের আত্মজীবনীই বর্তমান শিশু-কিশোরদের আদর্শ হওয়া উচিত। সাধারণ ঘরে জন্ম নিয়ে ঐকান্তিক প্রচেষ্টা, সততা ও সাহসিকতার সঙ্গে কিভাবে ধীরে ধীরে বাঙালি জাতির ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন। সেই সব শিক্ষণীয় বিষয় আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টির জন্য। বাংলাদেশ নামক ভূখণ্ডের নাম পৃথিবীর মানচিত্রে অঙ্কনের মূল নায়ক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান। আগামীতে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সৎ ও নির্ভিক হয়ে কাজ করতে হবে।

আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন , হিল্লোল বড়ুয়া , মোহাম্মদ ইউসুফ , আহসান উজ্জামান , ফাহমিদ আল মাহিদ , আব্দুল আল জাহিদ , আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম , অলি হোসেন রিপন ও সায়মন উজ্জামান ।

আরো উপস্থিত ছিলেন ,সবুজ মল্লিক , শাহীন মিয়া , মোকলেসুর রহমান , দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল ,মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন  ইয়াকিন ,সৈয়দ পাভেল, নাসির রানা ,প্রত্যয় সাহা , কাজী হামিদ, রাইসুল রায়হান ,মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই/আইএ

বিজ্ঞাপন

কাজী শুভর ‘মিষ্টি প্রেমের দই'
২১ নভেম্বর ২০২৪ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর