সোনার বাংলা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই: পলক
১ জানুয়ারি ২০২১ ২১:৩৩
নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে খেলাধুলার কোনো বিকল্প নাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটে। প্রত্যকটি বাবা-মার উচিত সন্তানের মানসিক বিকাশে সহায়তা করা।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কলম ক্রিকেট একাডেমি উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘খেলার মাধ্যমে লড়াকু মেজাজ গড়ে উঠে, যা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। বর্তমানে ৭০ শতাংশ তরুণ, সাড়ে ৪ কোটি ছাত্র-ছাত্রীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করছে। খেলাধুলা প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনা এবং সুস্থ মনের বিকাশ ঘটায়।’
কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম।