Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ট্রাকের ধাক্কায় মতিন বয়াতি নিহত


৮ জানুয়ারি ২০২১ ১৪:৪৫ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ১৮:২৫

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী মতিন বয়াতি (৪৫) নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তুর্য্য ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিন বয়াতি ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত্যু আব্দুল গনি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মতিন বয়াতির মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মতিন বয়াতির মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মতিন বয়াতির মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর