Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন নিয়ে জনমনের সংশয় দূর করুন’


১১ জানুয়ারি ২০২১ ২০:০৭

ঢাকা: নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে জনমনে যে সংশয় সৃষ্টি হয়েছে, তা দূর করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘জনগণের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকলে ভ্যাকসিন নিয়ে এমনটি হতো না। সরকারের অদূরদর্শিতা ও লুটপাটনীতির কারণেই ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর থেকে উত্তরণের জন্য সরকারকে বিকল্প পথ খুঁজতে হবে ‘

তিনি বলেন, ‘বিশ্বের অন্তত ৩০টি দেশে ইতোমধ্যে টিকা দেওয়া শুরু করেছে। বাংলাদেশেও জানুয়ারিতে টিকা পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জোর গলায় বলেছিলেন। অথচ আমাদের যথা সময়ে টিকা পাওয়ার আশা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। এখন যে পরিস্থিতি তাতে এপ্রিলের আগে টিকা পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

ইউনুছ আহমাদ বলেন, ‘ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কয়েক মাসের জন্য তারা ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না। কারণ, তাদের দেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা সুনিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশকে টিকা দেবে না। ভারত তো ঠিকই তাদের দেশের মানুষের কথা ভেবে সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আর আমাদের সরকার দেশের মানুষের দিকে না তাকিয়ে ভারতকে খুশি করতে ব্যাস্ত।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ করোনা ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর