Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বিএসটিআই’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১৬:৫৮

ঢাকা: মোড়কের নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রি ও বিতরণ এবং ভেরিফিকেশন সনদবিহীন ওজনযন্ত্র ব্যবহারের অপরাধে ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। একইসঙ্গে প্রতিষ্ঠান দুটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযুক্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রিন্স বাজার লিমিটেডকে এক লাখ টাকা এবং নিউ তিশা জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন পরীক্ষক ছানোয়ার হোসেন এবং পরিদর্শক মো. মাছুদুল হক অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জরিমানা বিএসটিআই মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর