Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত‍্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৭:৫৯

ঠাকুরগাঁও: স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দায়রা জজ আদালত। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিচারক মামুনুর রশীদ এ রায় দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্ট জেলা শহরের মুন্সিপাড়ায় নববধু ফারজানা আক্তার মুমুকে (২৩) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু করে পুলিশ। পরে ময়নাতদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এসআই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সারাবাংলা/এসএসএ

ঠাকুরগাঁও মৃত্যুদণ্ড স্ত্রী স্বামী হত্যা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর