Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন, শিশুসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ০০:১০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০০:১২

নারায়ণগঞ্জ: ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের দু’টি বৈদ্যুতিক তার ছিঁড়ে বসতঘরে আগুন লেগে ৪ জন নিহত হয়েছেন। জেলার রূপগ‌ঞ্জে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাড়ির মালিক মাছুম মিয়া, তার স্ত্রী সীমা ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তান।

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রাত পৌনে ৯টার দিকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের কাছেই কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের ওপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এসময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘর মুহূর্তেই পুড়ে যায়। এসময় ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে বসতঘরে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই বাড়ির মালিক মাছুম মিয়া ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তানের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মাছুমের স্ত্রীও মারা যান।

সারাবাংলা/এমও

১১ হাজার ভোল্ট ঘরে আগুন টপ নিউজ ডেসকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর