‘দুর্নীতিমুক্ত সিটি গড়তে হাতপাখায় ভোট দিন’
২৫ জানুয়ারি ২০২১ ১৯:২১
ঢাকা: চট্টগ্রামে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়তে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়ম মুফতি মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল ইসলামকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি ও মাদকমুক্ত চট্টগ্রাম সিটি গড়ার জন্য বীর চট্টলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সমাজে সৎব্যক্তি না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ প্রায় সকল পেশাজীবী শ্রেণি স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।’
‘এমতাবস্থায় সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আর এ জন্য চট্টগ্রাম সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জান্নাতুল ইসলামকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে’— বলেন ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম।
সারাবাংলা/এজেড/এমআই