Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোর থেকে বিএনপি নেতাকর্মীদের বাসার সামনে সন্ত্রাসীরা: শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ১০:৫৯ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১১:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের বাসার সামনে ভোর থেকে সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। ভোটকেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তাদের লাঞ্ছিত ও মারধর করা হচ্ছে।’

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিএড কলেজের প্রশাসনিক কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব অভিযোগ করেন।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ভোটের আড়াই ঘণ্টা হয়ে গেছে। যে পরিস্থিতি দেখছি; তাতে ভোট হওয়া, আর না হওয়া একইকথা।

আরেকটি ভোট ডাকাতির ইতিহাস সৃষ্টি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘প্রশাসন দেখেও না দেখার ভান করছে। নির্বাচন এখন নির্যাতন এবং প্রহসনে পরিণত হয়েছে। আমাকে বলে দিলেই হতো আপনার ভোট করার দরকার নাই। তাহলে আমি সরে যেতাম। এই তামাশার দরকার ছিল না। যে দেশের মানুষ ৯ মাসে দেশ স্বাধীন করেছে, তারা এই প্রহসন আর বেশি দিন মানবে না।’

শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার ঘোষণা দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি নির্বাচনের শেষ পর্যন্ত দেখব। তাদের অমানবিকতা, নগ্নতা, পাষণ্ডতা শেষ পর্যন্ত দেখব এবং মিডিয়ার মাধ্যমে দেশের জনগণকে দেখাব।’

আরও পড়ুন- ফলাফল যা-ই হোক মেনে নেব: রেজাউল করিম

চট্টগ্রামের ‘নগরপিতা’ নির্বাচনের ভোট শুরু

সারাবাংলা/আরডি/এএম

আওয়ামী লীগ চট্টগ্রাম সিটি করপোরেশন টপ নিউজ বিএনপি ভোটগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর