Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০ কেন্দ্রে রেজাউল ৭৭২৩২, শাহাদাত ১০৫৯৮

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ২১:৩৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ঘোষিত ২০০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকের রেজাউল করিম চৌধুরী ৭৭ হাজার২৩২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী ধানের শীষ প্রতীকের শাহাদাত হোসেন পেয়েছেন ১০ হাজার ৫৯৮ ভোট।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণের পর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা শুরু হয়। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে মোট ৭৩৫টি ভোটকেন্দ্রে মেয়র পদে নির্বাচন হয়েছে। ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। র মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। মহিলা ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন।

নির্বাচনে মেয়র পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রেজাউল-শাহাদাত ছাড়া বাকিরা হলেন- আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

এদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী জান্নাতুল ইসলাম ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেও ভোট প্রত্যাখান করেননি বিএনপির মেয়র প্রার্থী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

চসিক নির্বাচন রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর