কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল একজনের
৩১ জানুয়ারি ২০২১ ১৭:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে সেতুর ওপর।
রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে দোহাজারী অভিমুখী ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতুর পশ্চিমপাড় থেকে সাইকেল চালিয়ে ওই ব্যক্তি সেতুতে ওঠেন। এসময় ট্রেন আসার সিগন্যাল ছিল। দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে তার শরীরের বিভিন্ন অংশ সেতুর ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে। তার পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল।
দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন এসআই জাহাঙ্গীর।
৯০ বছর আগে নির্মিত একমুখী কালুরঘাট রেলসেতুটি দিয়ে ট্রেন ও সড়কযান-উভয়ই চলাচল করে। এছাড়া হেঁটেও লোকজন এ সেতুর ওপর দিয়ে পার হয়। জরাজীর্ণ সেতুটি দিয়ে যানবাহন চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হয়। এছাড়া একমুখী সেতু হওয়ায় এর দুই পাড়ে আটকে পড়া যানবাহনের জট নিত্যদিনের বিষয়।
কালুরঘাটে রেল ও সড়কপথসহ একটি সেতু নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বোয়ালখালী-পটিয়াসহ বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষ। কিন্তু বারবার প্রতিশ্রুতির পরও তা আলোর মুখ দেখছে না বলে অভিযোগ এলাকার মানুষের।
সারাবাংলা/আরডি/এসএসএ