Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইকো মামলা: খালেদা জিয়ার উপস্থিতিতে চার্জ শুনানি ৮ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৫৪

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের কারাভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

এদিন অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এজন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবা সময় আবেদন করেন। সেই সঙ্গে মামলার চার্জ থেকে অব্যাহতি চেয়ে দরখাস্তও দাখিল করেন। বিচারক শুনানি শেষে আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানির জন্য তারিখ ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

সারাবাংলা/এআই/এএম

খালেদা জিয়া নাইকো মামলা

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর