মিয়ানমারের বিক্ষোভে গুলিবিদ্ধ নারীর অবস্থা সংকটাপন্ন
আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৫
১০ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৫
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাজধানী নেইপিডোতে চলমান বিক্ষোভে মাথায় রাবার বুলেটবিদ্ধ নারীর অবস্থা সংকটাপন্ন। স্থানীয় এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানের পাশাপাশি রাবার বুলেট ছুড়েছিল পুলিশ। খবর বিবিসি।
এর আগে, সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১ ফেব্রুয়ারি) অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই অভ্যুত্থানের নিন্দা-প্রতিবাদে মুখর হয়ে দেশজুড়ে মানুষ বিক্ষোভে নেমেছে। রাস্তায় রাস্তায় চতুর্থদিনের মতো বিক্ষোভ করছে জনতা।
সারাবাংলা/একেএম