Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বাস হেলপারকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৮

খুলনা: খুলনার শিববাড়ী মোড়ে এক পরিবহনের হেলপার সাব্বিরকে (২৬) বাসের ভেতর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির বাগেরহাটের বাসিন্দা।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে বাসটি নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর হেলপার সাব্বির বাসের ভেতরেই ছিলেন। চালক বাড়ি চলে যান। ওই সময় সাব্বিরকে একা পেয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন জানান, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএম

খুলনা বাস হেলপার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর