Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা পৌর নির্বাচনে মেয়র পদে পুনরায় ভোট গণনার আদেশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৩

ঢাকা: পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে একমাসের মধ্যে পুনরায় ভোট গণনার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে হাইকোর্টে করা আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।

আদালতে পাবনা মেয়রের পক্ষে ছিলেন- আইনজীবী প্রবীর নিয়োগী। রিটের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাছেত মজুমদার, আব্দুল মতিন খসরু।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি পাবনা পৌরসভার মেয়র পদে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচনের ফল এক মাসের মধ্যে স্থগিত করেন আদালত।

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক ও নাহিদ সুলতানা যুথি।

রিটের পক্ষের আইনজীবীরা জানান, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অথচ বিভিন্ন কেন্দ্রে একহাজার ২০০ এর মতো ভোট বাতিল হয়েছে। এ ছাড়া ভোট গণনায় বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন।

গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

বিজ্ঞাপন

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা যুবলীগের সাবেক সভাপতি, স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। এছাড়াও এই নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন সাত হাজার ৫০৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১৬৫৯ ভোট।

সারাবাংলা/কেআইএফ/এমও

পাবনা পৌর নির্বাচন পুনরায় ভোট গণনা হাইকোর্ট

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর