Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজী ট্যাংকস ও পাম্পের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৫

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের গাজী ট্যাংকস, পাম্প, সিংক ও ডোরসের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় হাজার খানেক বিক্রয় প্রতিনিধি এতে অংশ নেন।

বিক্রয় প্রতিনিধিদের অংশ গ্রহণে অফিসার্স ক্লাব প্রাঙ্গণ গাজী গ্রুপের কর্মকর্তাদের এক মিলনমেলায় পরিণত হয়।

সম্মেলনে কর্মকর্তাদের উদ্দেশ্যে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা বলেন, ‘গাজীর পণ্যের একটি নির্দিষ্ট মান আছে। আমরা সেই মান ধরে রাখতে সবসময় বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘স্বচ্ছতা বজায় রেখে বিক্রিয় প্রতিনিধিসহ সবাইকে কাজ করতে হবে। কেউ অসততার প্রশ্রয় নিতে চাইলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

ভবিষ্যতে আরও বেশি বিক্রি বাড়াতে কর্মীদের মনযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, ‘২০২১ সালে আমরা গাজী গ্রুপকে অন্য মাত্রায় দেখতে চাই। গাজী গ্রুপকে নতুন উচ্চতা নিয়ে যেতে চাই। সে জন্য আমাদের মধ্যে আরও বেশি স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। আমাদের ভালোবাসায় গাজী গ্রুপকে আমরা গাজী ফ্যামিলিতে রূপান্তর করব।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজী ট্যাংকস ও পাইপসের নির্বাহী পরিচালক (ইডি) মো. আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক (সেলস) শেখ মোরশেদুল ইসলাম ও প্রধান হিসাব কর্মকর্তা (সিএফও) আনন্দ চন্দ্র নাহা।

সারাবাংলা/ইএইচটি/একে

গাজী ট্যাংকস গাজী পাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর