Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম বাগান থেকে ঘর জামাইয়ের মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৫

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকার একটি আম বাগান থেকে খোকন হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোকন দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা গেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এলাকার নামাজ গ্রামে এ ঘটনা ঘটে। খোকন শার্শা উপজেলার স্বরুপদা গ্রামের মৃত রনক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, খোকনের বাড়ি স্বরুপদা হলেও বেনাপোলে কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে তিনি নামাজ গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় আম বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় খোকনকে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবার। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

আম বাগান ঘর জামাই মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর