বরিশালে অ্যাম্বুলেন্স-বাস মুখোমুখি সংঘর্ষে নবজাতকের মৃত্যু
২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৮:৩৬
বরিশাল: রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে দোয়ারিকা সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতাল থেকে নবজাতক শিশু ও তার স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। দোয়ারিকা সেতুর ঢালে পৌঁছালে এ দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে নবজাতক শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় শিশুটির মা শাহানা আক্তার জুঁইসহ ৭ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
নবজাতকের স্বজনরা জানান, শাহানার গ্রামের বাড়ি বরগুনার আমতলীতে। এক বছর আগে তার সঙ্গে বরগুনা সদরের ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসায়ী সৈকতের বিয়ে হলে তারা পরিবার নিয়ে সেখানেই থাকতেন। সন্তান প্রসবজনিত কারণে শাহানা শেবাচিম হাসপাতালে ভর্তি হন। শিশুটির শারীরিক সমস্যার কারণে তাকে জন্মের পর গত ২০ ফেব্রুয়ারি শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার স্বজনেরা শিশুটিকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
ওসি জাহিদ বিন আলম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। অ্যাম্বুলেন্সে থাকা শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা /এসএসএ