২০২১ সালের মধ্যে নদী খনন কাজ শেষ করার সুপারিশ
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪০
ঢাকা: শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে নদী খনন কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এ এম নাঈমুর রহমান, সামশুল হক চৌধুরী এবং নুরুন্নবী চৌধুরী অংশ নেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে পানি মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর সুপারিশসহ নদী পুনঃভরাট রোধে খননকৃত মাটি/বালু নদীর তীর থেকে কমপক্ষে ১০০ মিটার দূরত্বে আর নদীভেদে ৫০০/১০০০ মিটার দূরত্বে ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের জনবলের বর্তমান অবস্থা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয়ে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন। তাই কমিটি পানি উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে অধিদফতর করার সুপারিশ করে।
এছাড়া বৈঠকে খুলনার কয়রা, নোয়াখালী ও ভোলা জেলার বাঁধ উচুকরণ ও সংরক্ষণ কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তরিত আলোচনা হয়। পাশাপাশি মূল ভূ-খণ্ড সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম