Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেডি গাগার অপহৃত কুকুর উদ্ধার

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩০

হলিউড ছবির স্টাইলে অপহরণ করা হয়েছিল লেডি গাগার দুটি পোষা কুকুর। সে কুকুরগুলো ফেরত পেতে তিনি ৫ লাখ পুরস্কারও ঘোষণা করেছিলেন। তার কুকুরগুলোকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট।

সিএনএন জানায়, কোজি ও গুস্তাভ নামের কুকুর দুটিতে দুই ব্যক্তি ধরে নিয়ে যায়। এ সময় গায়িকা ডগ ওয়াকারকে গুলি করে আহত করা হয়।

লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ আছে। ডগ ওয়াকার কুকুর তিনটিকে নিয়ে বেরিয়েছিলেন। ওই সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়।

ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তারপর দুটি কুকুর নিয়ে অপহরণকারীরা পালায়। তৃতীয় কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

কুকুরগুলো লেডি গাগার অত্যন্ত প্রিয়। তাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি।

বর্তমানে লেডি গাগা রোমে শুটিং করছেন। অপহরণের পর তার প্রতিনিধি জানিয়েছিলেন, কুকুর ফিরে পেলে পাঁচ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার বেশি দেবেন গায়িকা। যিনি কুকুর ফেরত দেবেন, তাকে কোনো প্রশ্ন করা হবে না।

ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। এগুলোর ব্রিডিংও খুব যত্ন নিয়ে করতে হয়। শুধু লেডি গাগা নয়, আমেরিকায় অনেকেরই ফ্রেঞ্চ বুলডগ চুরি হয়েছে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

ভোট সামগ্রী নির্বাচন কমিশনের হাতে
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৭

আরো

সম্পর্কিত খবর