Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৯:১৮

ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, বুধবার (৩ মার্চ) স্কোয়াড অভিযানের মাধ্যমে রাজধানীর বায়তুল মোকারম এলাকার মেসার্স ফারিহা জুয়েলার্স এ ব্যবহৃত ‘সিয়ানকো’ ব্রান্ডের ১২০০ গ্রাম এবং ‘অ্যান্ড’ ব্রান্ডের ৬০০ গ্রাম ধারণক্ষমতার ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং শান্তিনগর এলাকার মেসার্স নিউ হক ব্রেড অ্যান্ড কনফেকশনারির নিউ হক ব্রান্ডের বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বাংলা ভাষায় উল্লেখ না থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া মঙ্গলবার (২ মার্চ) নারায়ণগঞ্জ জেলার ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক এলাকার মেসার্স আশা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ২৮০ মিলি লিটার কম দেওয়ায় মামলা করা হয়েছে।

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

এ সব অভিযানে বিএসটিআইয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/একে

বিএসটিআই মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর