Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষের সবচেয়ে বড় লোগোর মানব প্রদর্শনী করবে বরিশাল সিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ২২:৫৩

বরিশাল: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ব্যতিক্রমী নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে দেশের সবচেয়ে বড় লোগোর মানব প্রদর্শনী।

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শনিবার (৬ মার্চ) দুপুরে তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চারুকলার সহযোগিতায় এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

মেয়র সেরনিয়াবাত সাদিক বলেন, ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এসব কর্মসূচি।

মেয়র জানান, বরিশাল সিটির পরিকল্পনা অনুযায়ী উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, ১৭ মার্চ বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা, ২৫ মার্চ ওয়াপদা কলোনি টর্চার সেলে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী।

এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোর মানব প্রদর্শনী। ৩০ মার্চ বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, লোগো প্রদর্শনীটি হবে দেশের সবচেয়ে বড় মানব প্রদর্শনী।

কৃষক নেতা শহিদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ২৮ মার্চ। ওই দিন পবিত্র শবে বরাত থাকায় আগের দিন ২৭ মার্চ জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচিতে আরও রয়েছে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান— মেয়র জানান সংবাদ সম্মেলনে।

কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

বরিশাল সিটি করপোরেশন বরিশাল সিটি মেয়র মানব প্রদর্শনী মুজিববর্ষ মুজিববর্ষের লোগো সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর