Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলায় ১১ জনের বিরুদ্ধে শুনানি ২২ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৫:৩২

ঢাকা: সদরঘাটের শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ‘মর্নিং বার্ড’ ডুবে যাওয়া ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আগামী ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত।

লঞ্চ মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদসহ ১১ জনের বিরুদ্ধে শুনানি করা হবে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার মুল নথি আসামিদের জামিন শুনানির জন্য ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে। এজন্য ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ-উজ-জামান পরবর্তী শুনানির তারিখ ২২ এপ্রিল ধার্য করেন।

বিজ্ঞাপন

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৩ ফেব্রুয়ারি এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

চার্জশিটভূক্ত আসামিরা হলেন- ময়ূর-২ এর মাস্টার আবুল বাশার মোল্লা, সহকারী মাস্টার জাকির হোসেন, চালক শিপন হাওলাদার, শাকিল হোসেন সিপাই, সুকানি নাসির মৃধা, গিজার হৃদয় হাওলাদার, সুপারভাইজার আব্দুস সালাম, সেলিম হোসেন হিরা, আবু সাঈদ ও দেলোয়ার হোসেন সরকার।

নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল বাদী হয়ে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে গত বছরের ৩০ জুন এমভি ময়ূর-২ লঞ্চের মালিকসহ সাত জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন, এমভি ময়ূর- ২’র মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদ (৩৩), মাস্টার আবুল বাশার মোল্লা (৬৫), জাকির হোসেন (৩৯), ইঞ্জিন চালক শিপন হাওলাদার (৪৫), চালক শাকিল হোসেন (২৮), সুকানি নাসির মৃধা (৪০) ও সুকানি হৃদয় (২৪)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে ‘মর্নিং বার্ড’ লঞ্চটি সদরঘাটের অদূরে ময়ুর-২ লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যায়। ওই ঘটনায় একজন জীবিতসহ ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়।

সারাবাংলা/এআই/এনএস

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর