মরক্কো’তে নতুন দূত হচ্ছেন কূটনীতিক শাহাদাত
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ২৩:৫১
১৪ মার্চ ২০২১ ২৩:৫১
ঢাকা: জেষ্ঠ্য কূটনীতিক মো. শাহাদাত হোসেনকে মরক্কো’তে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১৪ মার্চ) এক বার্তায় এই তথ্য জানায়।
কূটনীতিক মো. শাহাদাত হোসেন ১৯৮৪ সালের বিসিএস ক্যাডারে (পররাষ্ট্র) যোগ দেওয়ার মধ্য দিয়ে কূটনীতিক পেশা শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের কূটনীতিক পেশায় তিনি বেলজিয়াম, ইতালি, কাতার এবং শ্রীলঙ্কায় দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, কায়রো, ইসলামাবাদ এবং নয়া দিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
কূটনীতিক মো. শাহাদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাকত্তোর ডিগ্রি অর্জন করেন। এছাড়া বেলজিয়াম থেকে তিনি ফরাসি ভাষায় ডিপ্লোমা করেছেন।
সারাবাংলা/জেআইএল/পিটিএম