প্রশিক্ষণ বিমান উল্টে আলু ক্ষেতে
১৬ মার্চ ২০২১ ১৮:১০ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৯:২০
রাজশাহী: তানোর উপজেলার লালপুর এলাকায় আলু ক্ষেতে আছড়ে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি রাজশাহীর বাংলাদেশ ফ্লাইং একাডেমির।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে সারাবাংলাকে জানিয়েছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
ওসি বলেন, বিমানটির প্রশিক্ষক মো. মাহফুজ ও প্রশিক্ষণার্থী মো. নাহিদ সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রশিক্ষকের বরাত দিয়ে ওসি বলেন, ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি উল্টে গেছে। মূলত আলু ক্ষেতের জমি উঁচুনিচু থাকায় বিমানটি উল্টে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধারের কাজে এগিয়ে এসেছে। জনসমাগম সরাতে পুলিশের একটি দল কাজ করেছে। জায়গাটি ঘিরে রাখা হয়েছে। আগামীকাল উদ্ধারকারী কর্তৃপক্ষ সিভিল অ্যাভিয়েশনের লোকজন এসে তদন্ত করার পর বিমানটি সরাবেন।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে হঠাৎ করে আলু ক্ষেতে একটি বিমান প্রচণ্ড শব্দে আছড়ে পড়ে। ওইসময় ক্ষেতের মধ্যে কেউ না থাকায় কেউ ক্ষতির সম্মুখীন হননি।
সারাবাংলা/ইউজে/এসএসএ