Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে: জেএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ০০:২০

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনকে গণমাধ্যম রুদ্ধ করার কালো আইন বলে মন্তব্য করেছে। ভয়াবহ অপচয়, ভয়ঙ্কর দুর্নীতি ও নজিরবিহীন অপশাসনে জনগণের ক্ষোভ এবং বিদ্রোহ থেকে আত্মরক্ষার জন্য সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে বলে মনে করে দলটির নেতারা।

বুধবার (১৭ মার্চ) ‘ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক দিবস’ উপলক্ষে জেএসডি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা।

বিজ্ঞাপন

ডিজিটাল আইন অচিরেই বাতিল করার দাবি জানিয়ে দলটির নেতারা বলেন, এই আইনের লক্ষ্য রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা নয়, জনগণের রোষানল থেকে নিজেদের নিরাপদ রাখা। এই কালো আইন অচিরেই বাতিল করতে হবে।

আলোচনা সভাপতিত্ব করেন দলটির কার্যকরী সভাপতি (সাবেক জেলা ও দায়রা জজ) সা কা ম আনিছুর রহমান খান কামাল।

তিনি বলেন, ‘সরকারের ভোট চুরির সাথে লজ্জা চুরি হওয়াটা ভয়ঙ্কর। সরকার জনগণের ভোটে জয়লাভ করেছে বলে অহরহ উল্লাস প্রকাশ করায় প্রমাণ হয় ভোট চুরির সাথে সরকারের লজ্জাও চুরি হয়েছে।‘

আলোচনা সভায় দলটির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন  বলেন, ‘জাতির কত বড় দুর্ভাগ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন একটি অবৈধ ও অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসীন, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রতিনিয়ত বিকৃত এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে। বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে গণঅভ্যুত্থান সংগঠিত করে জাতীয় সরকার’ গঠনের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে।‘

আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, সহসভাপতি কে এম জাবের, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, এডভোকেট জয়নাল আবেদীন, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন মন্টু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, এডভোকেট সামছুদিন মজুমদার, হাজী আখতার হোসেন ভুইয়া, আবুল মোবারক, এডভোকেট আফজল হোসাইন, এডভোকেট শেখ নাজিম উদ্দীন, আনিসা রত্নাসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসবি

জেএসডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর