ঠাকুরগাঁওয়ে মন্দিরে দুর্বৃত্তদের আগুন
১৯ মার্চ ২০২১ ১৭:৪৬
ঠাকুরগাঁও: রাণীশংকৈল উপজেলার উত্তরগাঁও উত্তর পাড়া গ্রামে রাতের আঁধারে কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে শান্ত চন্দ্র মন্টুর বাড়িতে অবস্থিত পারিবারিক কালীমন্দিরে আগুন লাগানো হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মন্টুর বাড়ির পাশে কালী মন্দিরটিতে গমের গড় দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় পথচারীরা আগুন নেভাতে এসে দেখে মন্দিরটি প্রতিমাসহ পুড়ে ছাই হয়ে গেছে।
শান্ত চন্দ্র মন্টু বলেন, গমের গড় দিয়ে কালী মূর্তিটিকে পুড়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি। ও
সি এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিন ও বাঁশ দিয়ে তৈরি মন্দির ঘরটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং মূর্তিটি পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সারাবাংলা/এসএসএ