Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন, কাজ করছে ৪ ইউনিট

সারাবাংলা ডেস্ক
২২ মার্চ ২০২১ ১৭:১১

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার এলাকার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২২ মার্চ) দুপুর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোবিন্দ ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভাতে কাজ শুরু করেছে চারটি ইউনিট।

স্থানীয় সূত্রে জানা যায়, শুরুতে ৮ নম্বর ক্যাম্পে আগুন লাগলেও  ধীরে ধীরে সেটা ৯,১০ এবং ১১ নম্বর ক্যাম্পেও ছড়িয়ে পড়ে। ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া থাকাও ক্যাম্পের বাসিন্দারা বের হতেও পারছেন না।  এ ঘটনায় সমগ্র বালুখালি জুড়ে প্রচণ্ড যানযটের সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ক্যাম্পের ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারছে না।

উখিয়ায় কর্মরত উন্নয়ন কর্মী ফারজানা হাবিব লাবণ্য সারাবাংলাকে জানান, হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। রাস্তা সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ শুরু করতে পারেনি। আগুনের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।

ফায়ার ফাইটার গোবিন্দ ভট্টাচার্য জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। উখিয়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং জেলা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাইনি।

সারাবাংলা/এসএসএ

আগুন কক্সবাজার টপ নিউজ রোহিঙ্গা ক্যাম্প


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর