Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ এপ্রিল শুরু হচ্ছে ডিজিটাল ইনোভেশন এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ২০:৫৩

ঢাকা: ‘মেইক হেয়ার, সেল এভরিহোয়্যার’ প্রতিপাদ্যে আগামী ১ এপ্রিল থে‌কে শুরু হ‌তে যা‌চ্ছে তিন দিনব্যাপী সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২১’। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রদর্শনীর উদ্বোধন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তা‌রিত তু‌লে ধ‌রে আইসিটি প্রতিমন্ত্রী জানান, করোনা মহামারির কারণে এবারের প্রদর্শনী সীমিত পরিসরে ফিজিক্যাল ও ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে যে-কেউ বাসায় বসেই মেলার স্টল ভিজিট করতে পারবেন। তিন দিনব্যাপী এই মেলা সবার জন্য ভার্চুয়ালি উন্মুক্ত থাকবে।

সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়, প্রদর্শনী‌তে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানকে বাড়িয়ে নেওয়ার জন্য নানা ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজন করা হ‌য়ে‌ছে। থাকবে নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।

সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

১ এপ্রিল ডিজিটাল ইনোভেশন এক্সপো

বিজ্ঞাপন

‘ফের ভয়াবহ বিপ্লব হতে পারে’
২৬ নভেম্বর ২০২৪ ২৩:৩৪

বিদেশ বিভুঁই। ছবিনামা-৩
২৬ নভেম্বর ২০২৪ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর