Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাটাখালীতে ১৭ জনের মৃত্যু, হানিফ পরিবহনের চালককে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৩:০০

রাজশাহী: রাজশাহীর কাটাখালীতে বাস চালিয়ে ১৭ জনকে হত্যা ও কয়েকজনকে জখমের অভিযোগে হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

কাটাখালী থানার ওসি মতিয়ার রহমান জানান, বেপরোয়া গতিতে বাস চালিয়ে হানিফ পরিবহনের চালক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ১৭ জন মারা যান। আহত হন আরও কয়েকজন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেছে। এতে একক আসামি করা হয়েছে হানিফ পরিবহনের চালককে। পুলিশ চালকের নাম এখনো পায়নি। তবে তার খোঁজ জানতে কাজ করছে।

উল্লেখ্য, শুক্রবার চার পরিবারের ১৮ জন সদস্য রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে বেড়াতে আসছিলেন। শুক্রবার দুপুরে হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ১১ জন আগুনে পুড়ে মারা যান। আহত আরও ৬ জন মারা যান হাসপাতলে। মাইক্রোবাসে থাকা পাভেল নামের একমাত্র কিশোর বেঁচে যান। তবে তার অবস্থাও সংকটাপন্ন। তাকে রাখা হয়েছে রামেক হাসপাতলের আইসিইউতে।

সারাবাংলা/একে

কাটাখালী রাজশাহী


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর