Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আগুনে শিশুর মৃত্যু, মার্কেট ও বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২১ ১৭:৫৯

বগুড়া: জেলার শেরপুর ও গাবতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আগুনে একটি মার্কেটের ৩টি দোকান ও বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ মার্চ) সকাল ৯টায় শেরপুরের শালফা ও গাবতলীর সোনারায় ইউনিয়নের পীরগাছা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় শেরপুর উপজেলার শালফা গ্রামের হারেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিনের টিন সেড মার্কেটের তুলার দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন জাহাঙ্গীর ইসলামের তুলার দোকান থেকে অন্য ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই মার্কেটের বাবলু মিয়ার ওষুধ, সুবল শীলের সেলুন ও রবিউল ইসলাম কাপড় ও জাহাঙ্গীরের তুলার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বিজ্ঞাপন

এতে ওষুধ ব্যবসায়ী বাবলু মিয়ার প্রায় ৫ লাখ, তুলা ব্যবসায়ী জাহাঙ্গীর ইসলামের আড়াই লাখ, মার্কেট মালিক হানিফ উদ্দিনের দেড় লাখ, সেলুন ব্যবসায়ী সুবল শীলের ১ লাখ, কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামের ১ লাখ ও অন্যান্য প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

আগুনের পর শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিক ও শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে তদন্ত না করে সঠিক খবর বলা যাচ্ছে না।

অন্যদিকে, একইদিন বেলা সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছা সাবেকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় রাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গাবতলী ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ সবুজ হোসেন জানান, গাবতলীর পীরগাছা সাবেকপাড়া গ্রামের আব্দুল হালিমের স্ত্রী রেবেনা বেগম তার ৫ বছরের শিশুকে ঘরের ভেতর ঘুম পাড়িয়ে তালা দিয়ে পারিবারিক কাজে মাঠে যায়। এসময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে এবং যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে তালাবদ্ধ শিশু রাফি আগুনে পুড়ে মারা যায়।

বিজ্ঞাপন

পরে গাবতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং রাফির লাশ উদ্ধার করে।

সারাবাংলা/এমও

আগুনে শিশুর মৃত্যু ফায়ার সার্ভিস শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর