Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ধর্ষণের শিকার পোশাককর্মী, যুবক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২১ ১০:৪৪

চট্টগ্রাম ব্যুরো: নগরীতে ধর্ষণের শিকার হয়েছেন এক পোশাককর্মী নারী। তাকে ধর্ষণ এবং জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ধর্ষণ মামলায় শহিদুল ইসলাম জিসান (২০) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। যার বিরুদ্ধে পূর্বে মাদক সেবন এবং ছিনতাইয়ের অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) নগরীর ডবলমুরিং মডেল থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতার জিসান আগ্রাবাদ হাজীপাড়ার মো. সিরাজের ছেলে। বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে জানান, জিসানের সঙ্গে মোবাইলে পরিচয় হয় ওই নারী পোশাককর্মীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে ডবলমুরিং এলাকায় একটি বাসায় নিয়ে কয়েকবার ধর্ষণ করে। তখনই তাকে সিগারেটের ছ্যাকা দিয়ে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

ওসি মহসীন বলেন, ‘ওই ঘটনার পর থেকে জিসানকে এড়িয়ে চলতে থাকেন তরুণী। শনিবার (২৭ মার্চ) সকালে তরুণী অফিসে যাবার জন্য বের হন। বেপারিপাড়া মোড়ে তাকে জোর করে রিকশায় তুলে নিতে চায় জিসান। ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে তার মুখে সিগারেটের ছ্যাঁকা দেয়। তখন তরুণীর চিৎকারে টহল পুলিশসহ লোকজন জড়ো হয়ে জিসানকে আটক করে।

ওসি জানান, ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরডি/একেএম

চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর