আইনজীবীদের অগ্রাধিকারে ভ্যাকসিন দিতে স্বাস্থ্য সচিবকে নোটিশ
১ এপ্রিল ২০২১ ১৩:৪২
ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলের সনদধারী সব আইনজীবীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব রেজিস্ট্রি ডাকযোগে বুধবার (৩১ মার্চ) এই নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।
আইনজীবী মো. আবু তালেব বলেন, ‘করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আইনজীবীদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আইনজীবীরা পাবলিক প্লেসে কাজ করে থাকেন। আবার আইনজীবীদের মধ্য থেকে অনেক বেশি করোনা আক্রান্ত হয়েছেন।’
আইনজীবী আবু তালেব আরও বলেন, ‘করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার জন্য তালিকাভুক্ত করতে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার নিজের বয়স ৯ মাস কম আছে। আমি নিবন্ধন করার জন্য আবেদন করতে পারলেও অগ্রাধিকার পাচ্ছি না।’
এর আগে গত বছরের ৩ ডিসেম্বর আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকারভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো এক চিঠিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুরোধ জানিয়েছিল।
ওই চিঠিতে বলা হয়েছিল, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এখনো অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা যেন এই ভ্যাকসিন অগ্রাধিকারভিত্তিতে পান সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদনকে সমর্থন করে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়েছেন বা হচ্ছেন, সেহেতু আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ