Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপরিবারে করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব আবদুল মান্নান

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২১ ২২:০৫

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার পরিবারের অন্যান্য সদস্যদেরও করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য সচিবকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র।

এর আগে ২৫ মার্চ স্বাস্থ্য সচিব আবদুল মান্নান সারাবাংলাকে তার পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান মো. আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর